ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। এ তথ্য জানা গেছে ডিএসই ও সিএসই সূত্রে।
সূত্র জানিয়েছে, সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৪৮১ ও ২৬৮১ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে ২৫১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, আলিফ, সাইফ পাওয়ার, অরিয়ন ফার্মা, এনআরবিসি ব্যাংক, জেনেক্স, ব্রাক ব্যাংক, লাফার্জহোলসিম ও গোল্ডেন সন।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর ঊর্ধ্বমুখী দেখা যায় সূচকের গতি। এরপর সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট বেড়ে সাত হাজার ৩০ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১২ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে। এরপর ঊর্ধ্বমুখী দেখা যায় সূচকের গতি।
সিএসইতে সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেন হয়েছে ৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে দাম বেড়েছে ৪৯টি কোম্পানির, এবং দাম কমেছে ১৯টি কোম্পানির। আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দর।
আনন্দবাজার/ টি এস পি