শীতের শুরুতেই ভারি বৃষ্টি ও তিস্তার পানি বাড়ার কারণে ব্যাপক ক্ষতিসহ পিছিয়ে গেছে আগাম সবজির আবাদ। সবজি চাষিরা মাঠে চাষে ব্যস্ত সময় পার করলেও আগাম সবজির ঘাটতির কারণে জেলার হাটবাজরে সব ধরনের তরিতরকারীর দামই ঊর্ধ্বমুখী।
শীত মৌসুম শুরুর আগেই প্রতি বছর নীলফামারীতে বেড়ে যায় সবজির সরবরাহ। তবে এবারের চিত্র ভিন্ন। ভারি বৃষ্টি ও তিস্তায় আকস্মিক পানি বাড়ার কারণে আগাম সবজির আবাদ পিছিয়ে পড়েছে। ফলে সরবরাহে ঘাটতি থাকায় হাটবাজারে সবজির দামও বেশ চড়া। চাষিরা জানিয়েছেন, বৃষ্টির কারণে বেশ কিছু সবজির চারা নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদনেও প্রভাব পড়েছে।
একজন সবজি চাষি বলেন, ৩০ বছরে এবার আমার চরম ক্ষতি হয়েছে। শীতকালিন সবজি বাজারে চলে আসত কিন্তু শেষের দিকে একটু বৃষ্টি হওয়াতে আমরা পিছিয়ে গেছি। এতে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি।
এদিকে কৃষি বিভাগ বলছে, বৃষ্টির জন্য আবাদে কিছুটা দেরি হলেও এক সপ্তাহের মধ্যে আগাম সবজি বাজারে চলে আসবে। তাছাড়া এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সবজি লাগানো হয়েছে।
নীলফামারীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, চাষিদেরকে নিয়মিত পরামর্শ এবং চাষে উদ্ধুদ্ধ করছি।
আনন্দবাজার/ টি এস পি