শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে বিদ্যুৎ সংকটে কমেছে ইস্পাত উৎপাদন

চীনে বিদ্যুৎ সংকটে কমেছে ইস্পাত উৎপাদন

চীনে অপরিশোধিত ইস্পাতের দৈনিক উৎপাদন কমেছে। নজিরবিহীন বিদ্যুৎ সংকটের কারণে দেশটির শিল্প-কারখানার গতি শ্লথ হয়ে পড়েছে। ফলে সেপ্টেম্বরে অপরিশোধিত ইস্পাত উৎপাদন প্রায় তিন বছরের সর্বনিম্নে নেমে যায়। দেশটির সরকারি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস জানায়, বিশ্বের শীর্ষ ইস্পাত ব্যবহারকারী দেশ চীন। গত মাসে দেশটিতে ৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছে। আগস্টে উৎপাদনের পরিমাণ ছিল ৮ কোটি ৩২ লাখ ৪০ হাজার টন। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন কমেছে ২১ দশমিক ২ শতাংশ।

সেপ্টেম্বরে চীনের দৈনিক গড় অপরিশোধিত ইস্পাত উৎপাদন ছিল ২৪ লাখ ৬০ হাজার টন, যা আগস্টের গড় উৎপাদনের তুলনায় ৮ দশমিক ৬ শতাংশ। তথ্য বলছে, এ বছরের নয় মাসে চীন ৮০ কোটি ৫৮ লাখ ৯০ হাজার টন ইস্পাত উৎপাদন করে। এক বছরের ব্যবধানে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।

এদিকে শুধু বিদ্যুৎ ঘাটতিই নয়, কার্বণ নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেও ইস্পাত উৎপাদন কমাচ্ছে চীন। এরই অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারি-মার্চ পর্যন্ত দেশটির মিলগুলোকে অন্তত ৩০ শতাংশ উৎপাদন কমাতে হবে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  রাজবাড়ীতে তুচ্ছ ঘটনায় গৃহবধূর ওপর হামলা

সংবাদটি শেয়ার করুন