ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাঁচাপাট ব্যবসায় ধস নেমেছে

কাঁচাপাট ব্যবসায় আবার আগের ঐতিহ্য ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বার বার কাঁচাপাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তে দেশে পাট ব্যবসা লোকসানের মুখে পড়েছে। সংকটময় পরিস্থিতিতেও দেশে এখনও ৭০ থেকে ৮০ লাখ বেল পাট উৎপাদন হচ্ছে এবং আগামীতে উৎপাদন আরও বাড়বে।

গতকাল নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত পাট রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) কার্যালয়ে আফজাল হোসেন মিলনায়তনে ৫৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে একথা বলেন সংগঠনের চেয়ারম্যান শেখ সাঈদ আলী।

তিনি বলেন, দেশে কাঁচাপাট উৎপাদন হয় ৭০ থেকে ৮০ লাখ বেল। জুট স্পিনিং কারখানাগুলোতে প্রয়োজন হয় ৪০-৫০ লাখ বেল। অথচ একটি চক্র বারবার সরকারকে ভুল বুঝিয়ে পাট রফতানি বন্ধ করার কারণে অনেক পাট ব্যবসায়ী হারিয়ে গেছে। সরকার পাঁচবার কাঁচাপাট রফতানি বন্ধ ঘোষণা দেয়। এতে অনেক ব্যবসায়ী দেউলিয়া হয়ে পড়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন