ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়কর মেলার প্রথম দিনে কর দিলেন প্রধানমন্ত্রী

সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৯ শুরু হওয়ার প্রথমদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আয়কর বিবরণী দাখিল করা হয়েছে। তার পক্ষে প্রতিনিধি ছিদ্দিক হোসেন চৌধুরী আয়কর বিবরণী জমা দেন। তবে প্রধানমন্ত্রী কত টাকার আয়কর রিটার্ন জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। একইদিন অর্থমন্ত্রী, তার স্ত্রী এবং দুই মেয়ের আয়কর রিটার্ন বাবদ সাত কোটি ৬ লাখ টাকার জমা দিয়েছেন।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘করদাতা নিজে চাইলে তবেই কেবল তার পরিশোধিত করের অংক প্রকাশ করার বিধান রয়েছে। প্রধানমন্ত্রী নিজে সে তথ্য উন্মুক্ত করার অনুমতি না দিলে তার রিটার্ন দাখিলের তথ্য জানানো যাবে না।

এছাড়াও মেলার প্রথমদিনে মোবাইল অপারেটর গ্রামীণফোন (জিপি) ১৫০ কোটি ও ইসলামী ব্যাংক ১০০ কোটি টাকার আয়কর রিটার্ন দাখিল করেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার কাছে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি ১৫০ টাকার আয়কর রিটার্ন দাখিল করেন।

অন্যদিকে ইসলামী ব্যাংকের প্রধান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কায়সার আলী ব্যাংকটির ১০০ কোটি টাকার আয়কর রিটার্ন দাখিল করেছেন। এছাড়াও সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন প্রায় ২৫ কোটি টাকার আয়কর রিটার্ন জমা দেন।

আয়কর রিটার্ন দাখিলের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘কর দেওয়া একটি আনন্দ ও উৎসবের বিষয়। আমরা সপরিবারে কর দিচ্ছি। আপনারা সবাই এ উৎসবে শামিল হোন।

আনন্দবাজার/ফাহির

সংবাদটি শেয়ার করুন