অতীতের সব রেকর্ড ভেঙে ডাবল সেঞ্চুরির মুখ দেখল দেশি পেঁয়াজ। যা কিনা দেশের স্মরণকালের সর্বোচ্চ দাম। পেঁয়াজের এমন লাগামহীন দামে ক্ষোভ দেখা গেছে ক্রেতাদের মাঝে। তাদের অভিযোগ সরকারের নিয়মিত মনিটরিং না থাকায় ইচ্ছেমত পেঁয়াজের দাম বাড়াচ্ছে ব্যবসায়ীরা।
রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, আগের দিনের ১৭০ টাকার দেশি পেঁয়াজ আজ বৃহস্পতিবার বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। মিয়ানমার থেকে আসা পেঁয়াজ একদিনের ব্যাবধানে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। আর মিশরের বড় বড় আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।
এদিকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, দেশি পেঁয়াজের দাম প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা। আর আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা।
কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসেন হাবিবা। বিক্রেতা পেঁয়াজের দাম ২২০ টাকা বলাতেই তিনি ক্ষেপে গিয়ে বলেন, গত মঙ্গলবার ১৪০ টাকায় পেঁয়াজ কিনেছি ২ দিনের ব্যবধানে ৮০ টাকা বাড়ার কারণটা কী?
এর জবাবে বিক্রেতা বললেন, পেঁয়াজের দাম আরো বাড়বে। সরবরাহ না থাকলে, দাম বাড়বে না কমবে; তা একটু চিন্তা করে দেখেন। আপনি শিক্ষিত মানুষ।
গত ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। এরপর মিশর, মিয়ানমার, তুরস্ক, পাকিস্তান, আরব আমিরাতসহ কয়েকটি দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে। কিন্তু তারপরও বাজারে কমেনি পেঁয়াজের দাম। বরং লাফিয়ে লাফিয়ে তা কেজিতে ২২০ টাকায় পৌঁছেছে।
আনন্দবাজার/এম.কে