ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটক ফেরাতে ভ্যাকসিন পাসপোর্টের পরিকল্পনা থাইল্যান্ডের

বিশ্বের অন্যতম পর্যটন নির্ভর দেশ থাইল্যান্ড পর্যটক ফেরাতে ভ্রমণার্থীদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ও কোয়ারেন্টাইন ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

চলতি সপ্তাহেই দেশটির প্রধানমন্ত্রী প্রয়ূথ চান-ওচা আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্টের সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটও পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। বলা হয়, ভ্যাকসিন নেওয়ার পর থাইল্যান্ডে আসা ভ্রমণার্থীদের নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে দুই সপ্তাহ আলাদাভাবে থাকতে হবে। এজন্য তারা ছাড়ও পাবেন।

দেশটির মানুষজন চান যাতে আগামী পহেলা জুলাই থেকেই বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে দেওয়া হয়। এক্ষেত্রে থাইল্যান্ড সফল হলে এই পথ অন্যান্য দেশও অনুসরণ করতে পারে।

থাইল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পর্যটনই থাইল্যান্ডের মোট জিডিপির পাঁচ ভাগের এক ভাগ জোগান দেয়। দেশটির অর্থনীতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। এ অবস্থায় আবার ফিরতে হলে পর্যটনের স্থানগুলো খুলে দেওয়ার কোনো বিকল্প নেই।

থাইল্যান্ডের মাইনর ইন্টারন্যাশনাল হোটেলের চেয়ারম্যান উইলিয়াম হেইনেক পর্যটকদের আসার সুযোগ দিতে দেশটির সরকারের কাছে একটি পিটিশন দিয়েছেন। পিটিশনে বলা হয়, ইতোমধ্যে মহামারীর প্রভাবে ১০০ এরও বেশি হোটেল ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হয়ে গেছে। জুলাইয়ের এক তারিখ থেকে সব খুলে দেওয়াই কৌশলগতভাবে ভালো সিদ্ধান্ত হবে।

দেশটিতে এই সপ্তাহে ভ্যাকসিন তৈরি করতে শুরু করেছে এবং এই বছরের শেষ নাগাদ এর জনসংখ্যার ৫০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্য হাতে নিয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন