ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে : ডব্লিউএইচও

বিশ্বব্যাপী টানা তৃতীয় সপ্তাহের মত নতুন করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থার সদর দফতর জেনেভাতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্ব্রেইসাস বলেছেন, যদিও অনেক দেশে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তবে বিশ্বব্যাপী সংক্রমণের সংখ্যা কমে আসা উৎসাহব্যঞ্জক খবর।

তিনি আরও বলেন, এটি প্রমাণ করে যে ভাইরাসটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এমনকি যখন ভাইরাসটির নতুন রূপও অব্যাহত রয়েছে। সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং ভাল স্বাস্থ্যবিধি মেনে চলা প্রমাণ করে যে এ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।

টেড্রস বলেন, যে বিশ্বব্যাপী টীকা চালু হয়েছে তবে জনগণকে সুরক্ষিত রাখতে সাবধানতা অবলম্বন অব্যাহত রাখা জরুরি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন