ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধস নেমেছে কাশ্মীরে পর্যটন ব্যবসায়

ভারতের জম্মু কাশ্মীরের সার্বিক অর্থনৈতিক ব্যবস্থা অনিশ্চয়তার মুখে পড়েছে। উপত্যকাটির অর্থনীতির প্রধান চালিকাশক্তি পর্যটন হলেও ভরা মৌসুমে সেখানকার পর্যটক আগমন এখন শূন্যের কোটায় দাঁড়িয়েছে।

জম্মু-কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের জন্য অন্যতম আকর্ষনীয় স্থান লেকের মধ্যে ভাসমান বাড়ি। প্রতি বছর এই সময়ে যেখানে এসব বাড়ি পর্যটকে ঠাসা থাকে, কিন্তু এবছর এর চিত্র পুরোটাই উল্টো। পর্যটকের অভাবে লোকসানের মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের দাবি, ভারত সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্যদিয়ে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর সৃষ্ট উত্তেজনায় বর্তমানে পর্যটক আগমন শূন্যের কোঠায় নেমে যাওয়ায় অর্থনীতি চরম বিপর্যয়ে পড়েছে। যার ফলে কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

কাশ্মীরে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর শত শত পর্যটক ভিড় সেখানে। বাংলাদেশের পর্যটকদের কাছে এটি একটি অন্যতম আকর্ষণীয় স্থান। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিদেশি পর্যটকের মধ্যে কাশ্মীরে ঘুরতে যাওয়ায় বাংলাদেশ অবস্থানে রয়েছে তৃতীয় স্থানে।

সাম্প্রতিক সময়ে বন্দুকধারীদের গুলিতে বেশ কয়েকজন কাশ্মীরের ব্যবসায়ী নিহত হয়েছেন। এর ফলে অনেক ব্যবসায়ীই স্বাভাবিক কর্মকাণ্ড থেকে নিজেদের গুটিয়ে রেখেছেন।

 

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন