ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহবান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা বিষয়ক চুক্তিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তখনই ফলপ্রসু হবে যখন ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে। সোমবার এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি জানান, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে মার্কিনিদের তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। পাশাপাশি ইরানের ‍উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হবে বলেও জানান জাভেদ জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মার্কিন সরকার শুধু ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলোই পুনর্বহাল করেনি সেই সাথে নতুন নতুন আরও জটিল নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের তেলবিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহবান জানিয়ে তিনি বলেন, ইরানের ব্যাংকিং লেনদেনকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দিতে হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন