ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চালকবিহীন হেলিকপ্টার বানালো তুরস্ক

মনুষ্যবিহীন ড্রোন তৈরিতে সাফল্যের পর এবার চালকবিহীন হেলিকপ্টার বানিয়েছে তুরস্ক। যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই হেলিকপ্টার বেশ সময় ধরে সময় উড়তে পারে। এবং অনেক দূরে যেতে সক্ষম। পাশাপাশি ১৬০ কেজি ওজনের জিনিস বহন করতে পারবে এটি।

এ ব্যাপারে টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সেলমান ডোনমেজ জানান, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য যন্ত্রাংশের মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা। তিনি জানান, বেলারুশের একটি প্রযুক্তি ফার্মের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হয়েছে।

সেলমান ডোনমেজ বলেন, এই হেলিকপ্টার ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। সেই সাথে ১৬০ কেজি ওজনের জিনিসও বহন করতে পারবে। আর এটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন