দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ৪ কর্মদিবস উত্থানের পর আজ মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়াও এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। আর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
ডিএসইতে এদিন টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা গেল কর্মদিবসের থেকে ৭ কোটি ২৯ লাখ টাকা কম। সোমাবার লেনদেন হয়েছিল ৯৭৯ কোটি ৩৩ লাখ টাকার।
মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৮০৭ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার দর।
এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্ট। সিএসইতে আজ লেনদেন হয়েছে ৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে মোট ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ৯৭টির,কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির শেয়ার দর।
আনন্দবাজার/এম.কে