ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার অর্থনীতি : এডিবি

উন্নয়নশীল এশিয়ার অর্থনীতি এই বছর দশমিক ৪ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এর আগে সেপ্টেম্বরে সংস্থাটির পূর্বাভাসে বলা হয়েছিল, এই সংকোচন হবে দশমিক ৭ শতাংশ। অর্থাৎ ইতোমধ্যেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে এশীয় অর্থনীতি। এই ধারা অব্যাহত থাকলে আগামী বছর (২০২১) এ অঞ্চলের প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.৮ শতাংশে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক: ২০২০’ এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে, অর্থনীতি শক্ত অবস্থানে আসার পূর্বাভাস দিলেও তা করোনার আগে যতটা আশা করা হচ্ছিল আগামী বছরও ততটা হচ্ছে না বলে জানিয়েছে এডিবি।

এডিবির প্রতিবেদনে অনুযায়ী, এ বছর পূর্ব এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে। যেখানে গত সেপ্টেম্বরে ১.৩ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল এই প্রতিবেদনে সেখানে ১.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিল সংস্থাটি। আগামী বছর এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ। আর এর কারণ হিসেবে চীনের দ্রুত ঘুরে দাঁড়ানোকে চিহ্নিত করেছে সংস্থাটি।

এদিকে করোনার কারণে এ বছর দক্ষিণ এশিয়ার অর্থনীতির আকার ৬.৮ শতাংশ সংকোচনের পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক। এবারের প্রতিবেদনে ৬.১ শতাংশ সংকুচিত হবে বলে জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ পতনের কবল থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এখানকার অর্থনীতি। আশা করা হচ্ছে, আগামী বছর এই অঞ্চলের প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ। এর বড় কারণ, গতি এসেছে বিশ্বের ৫ম শীর্ষ অর্থনীতির দেশ ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন