ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার ইঞ্জিন আনলো তুরস্ক

নিজস্ব প্রযুক্তিতে হেলিকপ্টার ইঞ্জিন আনলো তুরস্ক

প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি হেলিকপ্টার ইঞ্জিন আনলো তুরস্ক। গত শনিবার তুর্কি প্রতিরক্ষা দফতর তুরস্কের এসকেশেহর প্রদেশে তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রির তৈরি টার্বোসফট ইঞ্জিনের সফল পরীক্ষা চালায়।

আনাদলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তুরস্কের তৈরি এই ইঞ্জিনটি তুর্কি সামরিক বাহিনীর মাল্টিরোল হেলিকপ্টার টি৬২৫ গোকবে’তে ব্যবহার করা হবে। পাশাপাশি বাজারের চাহিদা অনুযায়ী অন্যান্য হেলিকপ্টারেও ব্যবহার করা হবে। এই ইঞ্জিনটি প্রায় ১৬০০ হর্সপাওয়ারের শক্তি উৎপন্ন করে।

এ ব্যাপারে তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ভার্নাক জানান, এর মাধ্যমে আমরা বছরে অন্তত ৬০ মিলিয়ন ডলারের সামরিক আমদানি এড়াতে পারব।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন