ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজার ভরপুর ইলিশে, কমছে দামও

সরবরাহ বাড়ায় দিন দিন মাছের দাম কমছে। এতে স্বত্বিতে আছেন সাধারণ ক্রেতারা। আজ বুধবার মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে গিয়ে দেখা যায়, সেখানে বড় বড় ইলিশসহ নানা রকমের মাছের ব্যাপক সরবরাহ বেড়েছে। সে হিসেবে সব ধরনের মাছের দাম কেজিতে ১০ থেকে আড়াই শ’ টাকা পর্যন্ত কমেছে।

অন্যদিকে ক্রেতার তুলনায় রূপালী ইলিশের সরবরাহ বাড়ায় ইলিশের দাম ১০০-২৫০ টাকা পর্যন্ত কমেছে।

ক্রেতারা বলছেন, এত বড় আকারের ইলিশ এর আগে দেখা যায়নি। হাটে এখন দুই আড়াই কেজি ওজনের ইলিশ মাছও উঠছে।।

আজ বুধবার (০২ ডিসেম্বর) মাওয়া মৎস আড়তে প্রতি বড় ইলিশ ৯০০-৯৫০ টাকা, মাঝারি ইলিশ ৭০০-৮০০ টাকা, ছোট ইলিশ ৩০০-৫০০ টাকা, কৈ ১৩০- ১৪০ টাকা, শিং ২৫০- ২৬০ টাকা, চিতল ৩০০-৭০০ টাকা, তাজা রুই ৩০০-৩৫০ টাকা, চিংড়ি ৫৫০-৬০০ টাকা, বোয়াল ৭০০-১২০০ টাকা, সরপুটি ১২০-১৩০ টাকা, নলা ১৩০-১৪০ টাকা, পোয়া ১২০-২০০ টাকা, নদীর পাঙ্গাস ৯০০-৯৫০ টাকা, কাতল ১৩০-১৪০ টাকা, তেলাপিয়া ১০০-১০৫ টাকা, টেংরা ৩০০-৪০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

ঢাকা থেকে ইলিশ কিনতে আসা লোককজন কেবল ২৯টি আড়তে আর ১৫০জন বিক্রেতার মাধ্যমে প্রতিদিনের আড়াই ঘণ্টার এ হাটে কোটি টাকার মাছ বেচাকেনা হয়।

তবে, নানা সমস্যায় জর্জিত পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তটির আধুনিকায়ন জরুরি। ক্রেতা-বিক্রেতা সংকুলান হচ্ছে না। রয়েছে বিশুদ্ধ পানি ও টয়লেট সঙ্কটও।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন