ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকার বদলে নারকেল দিয়ে ভর্তি হওয়া যাবে কলেজে!

টাকার বদলে নারকেল দিয়ে ভর্তি হওয়া যাবে কলেজে! অভাবে থাকা শিক্ষার্থীদের জন্য এমনই এক অভিনব পদ্ধতি বের করেছে ইন্দোনেশিয়ার বালির একটি কলেজ। দ্য ভেনাস ওয়ান ট্যুরিজম অ্যাকাডেমি নামের ঐ কলেজে অর্থের বদলে ফি বাবদ নারকেল দিয়ে পড়াশোনা করা যাবে।

মহামারি করোনা এবং লকডাউনের ফলে আর্থিক সমস্যায় পড়েছেন ইন্দোনেশিয়ার বহু মানুষ। লকডাউনের পর থেকে সে কলেজের অনেক ছাত্রই টিউশন ফি দিতে পারছিল না। সে জন্যই ‘ফি’ হিসেবে নারকেলের কথা ঘোষণা করেছে হোটেল ম্যানেজমেন্ট পড়ানো ঐ কলেজটি।

কলেজটির কর্মকর্তা আয়ান পাসেক আদি পুত্রা জানান, ইনস্টলমেন্টে ফি দেওয়ার বিষয়টি আমরা আগেই চালু করেছি। বর্তমান পরিস্থিতিতে আমরা আরও নমনীয় হয়েছি। আমরা নারকেল তেল তৈরি করি। তাই কোনও ছাত্র ফি দিতে না পারলে, তার বদলে নারকেল দিলেই হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন