ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধানের দাম ১শ টাকা কমলো

নওগাঁয় চব্বিশ ঘন্টার ব্যবধানে এক মণ ধানের দাম ১শ টাকা কমেছে। খাদ্য বিভাগের সাথে চালের দাম নিয়ে সমঝোতা না হওয়ায় হাট থেকে ধান কেনা কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে কৃষকদের।

চালের দাম বাড়ানোর বিষয়ে গতকাল খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক করে রংপুর ও রাজশাহী বিভাগের চালকল মালিকরা। কিন্তু বৈঠকে চালের দাম বাড়ানো যাবে না বলে সাফ জানিয়ে দেন খাদ্য মন্ত্রী।

কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীরা কূটকৌশল করে ধানের বাজার নিয়ন্ত্রণ করছে। ধানের এমন দরপতনে হিসাব মেলাতে পারছেন না কৃষকেরা। বৈঠকের পরদিনই নওগাঁর হাটে ধানের দর মণ প্রতি ১শ’ টাকা পর্যন্ত কমে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নওগাঁর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, স্বর্ণা-৫ ধান বিক্রি হচ্ছে ১০৩০ টাকা মণ দরে, যা আগের দিন বিক্রি হয়েছে ১১২০ টাকায়। গুটি স্বর্ণার দাম ১০৮০ টাকা থেকে নেমে এসেছে ১০২০ টাকায়, স্বর্ণা (মামুন) ১১০০ টাকা থেকে নেমেছে ১০৫০ টাকায় আর গোল্ডেন আতপ গতকাল ১২০০ টাকায় বিক্রি হলেও আজ বিক্রি হচ্ছে ১১শ’ টাকায়।

চলতি মৌসুমে সরকার কৃষকের কাছ ২৬ টাকা কেজি দরে ২ লাখ মেটিক টন ধান আর ৩৭ টাকা কেজিতে মিলারদের কাছ থেকে ৬ লাখ মেট্রিক টন চাল কেনার ঘোষণা দিয়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন