ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চীনে বৃদ্ধি পেয়েছে শীতের পোশাকের বিক্রি

চীনে বৃদ্ধি পেয়েছে শীতের পোশাকের বিক্রি। শীত মৌসুমের শুরুতেই চীনে ব্যাপক জমে উঠেছে শীতের কাপড়ের বেচাকেনা। গত বছরের চেয়ে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে গার্মেন্টস ও টেক্সটাইল পণ্যের কেনাবেচা।

জানা গেছে, করোনায় ব্যবসার সকল খাত ক্ষতিগ্রস্থ হলেও শীত মৌসুমে ঘুড়ে দাঁড়াতে শুরু করেছে চীনের তৈরি পোশাক খাত। শীতের কাপড়ের ক্রয়াদেশ বাড়াতে পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছে গার্মেন্টস ও টেক্সটাইল কারখানাগুলো।

একজন ব্যবসায়ী বলেন, বছরের ৪র্থ প্রান্তিকে বিক্রি গত বছরের চেয়ে ১৫-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অস্ট্রেলিয়ান উলের তৈরি কোটের অর্ডার আসছে অনেক বেশি। চীনের অনেক স্থানে তাপমাত্রা অস্বাভাবিকহারে কমেছে।

সারাবিশ্ব যখন করোনার আতঙ্কে জড়োসড়ো, ঠিক সেসময় বছরের দ্বিতীয়ার্ধে দেশের বাইরে থেকে গার্মেন্টস এবং টেক্সটাইল পণ্যের অর্ডার বেড়েছে দেশটিতে।

ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমানে ওভারটাইম কাজ করতে হচ্ছে। ফলে ইতোমধ্যে সেপ্টেম্বরেই কোম্পানিগুলো বেশ সংখ্যক খণ্ডকালীন কর্মী নিয়োগ দিয়েছে। ডিসেম্বর মাস পুরোটাই এমনই চলবে। রাশিয়া, ভিয়েতনাম আর দক্ষিণ কোরিয়া থেকে শীতের পোশাকের অনেক ক্রয়াদেশ আসছে। দেশের মধ্যে চীনের হ্যাংঝউ শহর থেকেই বেশিরভাগ অর্ডার আসছে।

চীনা কাস্টমসের তথ্য অনুযায়ী, গেল অক্টোবরে দেশটির টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্যের রফতানি হয়েছে ২ হাজার ৬শ’ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ বেশি। এরমধ্যে টেক্সটাইল পণ্য বিক্রি হয়েছে ১২০ কোটি ডলারের, গার্মেন্টস পণ্য বিক্রি হয়েছে ১৩০ কোটি ডলারের।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন