মহামারী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিনের দাম জানালো মার্কিন বায়োটেক কোম্পানি মর্ডানা। করোনার ভ্যাকসিন পেতে গ্রাহকদের ভ্যাকসিনপ্রতি ২ থেকে ৩ হাজার টাকা (২৫ থেকে ৩৭ মার্কিন ডলার) খরচ করতে হবে। তবে দাম কম-বেশি হবে অর্ডারের পরিমাণের ওপর। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, সে অনুযায়ী একেক দেশকে আলাদা মূল্য পরিশোধ করতে হবে।
জার্মানির একটি সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ভ্যাকসিনের মূল্য ফ্লুয়ের টিকার সমানই হবে। সেটা ১০ থেকে ৫০ ডলার হতে পারে।
ব্যানসেল বলেন, এখনও কোনো চুক্তি হয়নি। কিন্তু শিগগিরই ইইউ কমিশনের সঙ্গে চুক্তি হবে। আমরা ইউরোপে সরবরাহ করতে চাই, সেজন্য গঠনমূলক আলোচনা চলছে। তিনি জানান, চুক্তি স্বাক্ষর হওয়া এখন শুধু সময়ের ব্যাপার।
মর্ডানা জানায়, শেষ পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল অনুযায়ী তাদের ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর।
মর্ডানার পরীক্ষামূলক করোনা ভ্যাকসিন নিয়ে গত জুলাই থেকে তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইইউ। মর্ডানার সঙ্গে একটি চুক্তিতে যেতে চায় ইউরোপীয়ান কমিশন। যাতে মর্ডানা তাদের লাখ লাখ ডোজ ভ্যাকসিন গ্রাহকদের ডোজপ্রতি ২৫ ডলারের কম মূল্যে সরবরাহ করে।
আনন্দবাজার/টি এস পি