ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রিটেনে নিষিদ্ধ হচ্ছে পেট্রোল-ডিজেল চালিত গাড়ি

ব্রিটেনে ২০৩০ সাল থেকে পেট্রোল-ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ হচ্ছে। এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, এই সময়ের মধ্যে এমন সব গাড়ি বিক্রি বন্ধ করা হবে।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের স্বার্থে ১০ দফা ‘গ্রিন প্ল্যান’ ঘোষণা করেছেন বরিস জনসন মন্ত্রীসভা। এক দশক পরে জৈব জ্বালানি চালিত যানবাহন বর্জন এরই অন্যতম এক অংশ।

গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পরই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সক্রিয় হন বরিস জনসন। ২০৪০ সাল থেকে পেট্রোল এবং ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করা হবে বলে প্রাথমিকভাবে স্থির করেছিল ব্রিটিশ সরকার। তবে ব্যক্তিগতভাবে সক্রিয় হয়ে সেই সময়সীমা এগিয়ে এনেছেন জনসন।

এছাড়াও গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ কমানোর লক্ষ্যে জনসনের ‘সবুজ পরিকল্পনা’য় বিকল্প শক্তির ব্যবস্থার জন্য নানা পদক্ষেপের কথা রয়েছে। বলা হয়েছে, পরমাণু, সৌর এবং বায়ুশক্তির ব্যবহার বাড়িয়ে জৈব জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। এই পরিকল্পনার জন্য ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি ইউরো (প্রায় সোয়া এক লাখ কোটি টাকা)।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন