আফগানিস্তান ও ইরাক থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। এদিকে ট্রাম্প প্রশাসনের এই ধরণের সিদ্ধান্তে সতর্কবার্তা জারি করছে শীর্ষ রিপাবলিকানরা।
মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, তারা ইরাক এবং আফগানিস্তান থেকে ২ হাজার ৫শ’র বেশি সেনা সরিয়ে নেবে। অনেক আগে থেকেই নিজের দেশের সেনাদের ফিরিয়ে আনার কথা বলে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্য দেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়ে বরাবরই সমালোচনা করে আসছেন তিনি।
এদিকে রিপাবলিকান নেতা মিচ ম্যাক কনেল সব সময় ট্রাম্পকে সমর্থন করে আসছেন। তবে সেনা প্রত্যাহারের বিষয়ে একমত না তিনি। এমন সিদ্ধান্তকে ‘ভুল’ বলছেন তিনি।
বর্তমানে আফগানিস্তানে ৪ হাজার ৫শ হাজার সৈন্য রয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জানুয়ারির মাঝামাঝিতে এই সংখ্যা কমিয়ে ২ হাজার ৫শ করা হবে। অন্যদিকে, ইরাকে বর্তমানে সেনা রয়েছে ২ হাজার ৫০০। এখান থেকে সেনা কমিয়ে ২ হাজারে আনা হবে।
এই ঘোষণার কিছুক্ষণ পরেই বাগদাদের গ্রিন জোনে কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। এবং তা ভূপাতিত করা হয়েছে মার্কিন দূতাবাসের কাছে। গত মাসে ইরাকি মিলিশিয়ারা দূতাবাসে হামলা বন্ধ করতে রাজি হওয়ার পর এটিই ছিল প্রথম হামলা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আনন্দবাজার/টি এস পি