বিরোধ নিষ্পত্তি করতে সাইপ্রাসকে দুই দেশে ভাগ করার প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত রবিবার সমুদ্রসৈকত ভারোশাতে পিকনিক করতে গিয়ে এ প্রস্তাব দিয়েছেন তিনি।
এরদোগানের প্রস্তাব অনুযায়ী, গ্রিকভাষীদের প্রধান্য যেখানে সেই দক্ষিণ সাইপ্রাস ও তুর্কিদের প্রাধান্যের উত্তর সাইপ্রাস আলাদা দেশ হোক।
উত্তর সাইপ্রাস ১৯৭৪ সাল থেকে তুরস্কের অধীনে আছে। তুরস্কপন্থী সরকার আছে সেখানে।
তুরস্কের উত্তর সাইপ্রাস অভিযানের ৩৭ তম বার্ষিকীতে এরদোগান প্রস্তাব দেন, সাইপ্রাসে দুই ধরনের মানুষ বাস করেন। দুইটি আলাদা গণতান্ত্রিক ব্যবস্থা আছে। তাই সার্বভৌমত্ব ও সাম্যের ভিত্তিতে দুইটি আলাদা দেশের আলোচনা শুরু হোক।
এ প্রসঙ্গে সাইপ্রাস জানায়, আন্তর্জাতিক আইনের প্রতি তুরস্কের কোনো শ্রদ্ধা নেই। ইউরোপীয় নীতি ও মূল্যবোধও তারা মানে না। ইইউ’র প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই।
সম্প্রতি, সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সাথে তুরস্কের ঝামেলা হয় পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানকারী জাহাজ পাঠিয়ে দিয়েছে তুরস্ক। এই পরিস্থিতিতে ইইউ জানায়, বেআইনিভাবে তেল ও গ্যাস অনুসন্ধান করায় আগামী মাসে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
আনন্দবাজার/টি এস পি