ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প

গতকাল সোমবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১।

ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র-ইএমএসসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

জানা যায়, ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আঘাত হানার সঙ্গে সঙ্গে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।স্থানীয় প্রশাসন এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া ঝুঁকিপূর্ণ ভবনে না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু বেশকিছু ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন