ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কের পশুজাত পণ্য আমদানি বন্ধ করবে সৌদি

অবশেষে আনুষ্ঠানিকভাবে তুরস্ক থেকে পশুজাত পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বিষয়টি আঙ্কারায় সৌদি দূতাবাস থেকে রিয়াদে তুরস্কের দূতাবাসের কমার্শিয়াল কনস্যুলারকে জানানো হয়ে। এরপরই তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে আমদানি বন্ধের কথা জানিয়ে দেয়। 

গতকাল (১৫ নভেম্বর) সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথোরিটি ঘোষণা দিয়েছে যে, গরুর মাংস, মাটন, সাদা মাংস, পোল্ট্রি, মাছ এবং জলজজাত পণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্য, ডিম এবং মধুসহ এ সংশ্লিষ্ট কোনো পণ্য তুরস্ক থেকে আমদানি করা হবে না।

এ সিদ্ধান্তের আগে তুর্কি পণ্যে আংশিক নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি আরব। মহামরি করোনার কারণে সারাবিশ্বের মতো তুরস্কের অর্থনীতিই চ্যালেঞ্জের মুখে জানিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানায় আঙ্কারা। যাদিও সে আহবান উপেক্ষা করেই তুরস্কের পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিলো সৌদি।

এর আগে সৌদির ব্যবসায়ী নেতা এবং সামাজিক মাধ্যমে উঠা তুর্কি পণ্য বয়কটের ডাকে সাড়া দেয় দেশটির সবচেয়ে বড় সুপার মার্কেটগুলো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন