ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে বেড়েছে সবজির সরবরাহ, দাম হাতের নাগালে

হবিগঞ্জের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সবজির দাম। জেলার সবচেয়ে বড় বাজার বসে কোর্ট স্টেশন এলাকায়। সরাসরি ক্ষেত থেকে সবজি সংগ্রহ করে ভোরের আলো ফোটার সাথে সাথে বাজারে নিয়ে আসেন কৃষকরা।

কিন্তু করোনার কারণে উৎপাদন কম হওয়ায় দাম অনেকটা বেশি ছিল বলে জানান ক্রেতা ও বিক্রেতারা।

বিষমুক্ত স্থানীয় সবজির সবচেয়ে বেশি বেচাকেনা হয় স্টেশন এলাকার চাষি বাজারে। জেলার নানা এলাকা থেকে কৃষকরা উৎপাদিত তাজা সবজি নিয়ে আসেন এখানে। সেই সাথে নিরাপদ সবজি কিনতে প্রতিদিন সকালে খুচরা ক্রেতারাও আসেন এই বাজারে।

অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে সরবরাহ অনেক বেশি। কিন্তু সরবরাহের তুলনায় দাম অনেক কম। আর এখান থেকে সবজি কিনে নানা বাজারে বিক্রি করেন পাইকাররা। প্রতিদিন ভোর ৫টা থেকে ৯টা পর্যন্ত চলে এই বাজারের বেচাকেনা।

আড়তদাররা বলেন, বর্তমানে বাজারে স্থান সংকুলানের অভাবে কেনাবেচায় ব্যাপক সমস্যার সৃষ্টি হয়।

এই বিষয়ে চাষি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী জানান, বাজারের বর্তমান পরিস্থিতির আরও উন্নয়ন করা হলে বেশি পাইকার ও ক্রেতার সমারোহ আরও বাড়বে।

জেলায় চলতি বছর ১৬ হাজার হেক্টর জমিতে সবজি চাষাবাদ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৬৮ হাজার টন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন