শেয়ারবাজারে আসছে বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ইতোমধ্যে কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর আবেদন গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়, কোম্পানিটির আইপিও আবেদন আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থকে শুরু হয়ে ২৩ নভেম্বর (সোমবার) পর্যন্ত চলবে।
এর আগে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে।
তথ্য অনুসারে, দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যু করবে। শেয়ারবাজার থেকে উত্তোলিত অর্থ রবি আজিয়াটার নেটওয়ার্ক সম্প্রসারণ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যয় করবে।
আনন্দবাজার/এম.কে