ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৯১ শতাংশ

বিদায়ী সপ্তাহে সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে টাকার অংকে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৯১ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কিছুটা বেড়েছে।  

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়।

আলোচিত সপ্তাহে ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৪৪৭ টাকার। গেল সপ্তাহে শেয়ার লেনদেন হয়েছিল ৪ হাজার ২২২ কোটি ৪৫ লাখ ৩২ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৩৩ কোটি ৯৮ লাখ ৮৭ হাজার টাকার বা ৭ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

সপ্তাহের শেষভাগে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এর অবস্থান ৪ হাজার ৯০৫ দশমিক ০৪ পয়েন্ট দাঁড়ায়। সপ্তাহের শুরুতে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৯৪২ দশমিক ১২ পয়েন্টে। সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩৭ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৭০টি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত। এ সময়ে ৩৬৪টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৩টির বা ২৮ দশমিক ২৯ শতাংশ কোম্পানির। আর ৫১ দশমিক ৬৪ শতাংশ বা ১৮৮টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৪৩৪ কোটি ১৬ লাখ টাকার বা দশমিক ১১ শতাংশ বেড়েছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন