ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে হামের প্রকোপ বাড়ছে

বিশ্বজুড়ে আশংকাজনক হারে বেড়েছে হামে আক্রান্তের সংখ্যা। এ রোগটি প্রতিরোধযোগ্য হওয়া সত্ত্বেও বর্তমান সময়ে তীব্র সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। গত ২৩ বছরের মধ্যে ২০১৯ সালে সবচেয়ে বেশি মানুষ হামে আক্রান্ত হয়েছে। এবং তিন বছরের ব্যবধানে এই রোগটিতে প্রাণহানির সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। সম্প্রতি এ তথ্য জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

সংস্থা দু’টির এক যৌথ প্রতিবেদনে বলা হয়, গতবছর সারাবিশ্বে হাম আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ৭৭০ জন, যা ১৯৯৬ সালের পর থেকে সর্বোচ্চ। ২০১৯ সালে হামে আক্রান্ত হয়েছে মারা গেছেন ২ লাখ ৭ হাজার ৫০০ জন।

সিডিসি কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস জানান, আমরা জানি কীভাবে হামের সংক্রমণ ও মৃত্যু রোধ করা যায়। তিনি বলেন, এসব তথ্য পরিষ্কার বার্তা দিচ্ছে যে, আমরা বিশ্বের প্রতিটি অঞ্চলে শিশুদের হাম থেকে রক্ষায় ব্যর্থ হচ্ছি।

গ্যাভি, দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের প্রধঅন নির্বাহী ডা. সেথ বার্কলে বলেন, হাম পুরোপুরি প্রতিরোধযোগ্য। যখন আমাদের কাছে অত্যন্ত শক্তিশালী, নিরাপদ ও সাশ্রয়ী মূল্যের টিকা রয়েছে, তখন কারোরই এই রোগে মারা যাওয়া উচিত নয়।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন