ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝুঁকিতে উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা

যেসকল কম্পিউটার ইউজাররা উইন্ডোজ ১০ ব্যবহার করছেন, তাদের জন্য খবরটি কিছুটা হলেও শঙ্কার। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে সফটওয়্যার জনিত ত্রুটি শনাক্ত করেছে গুগলের প্রজেক্ট জিরো টিম।

এ টিমের কাজ হচ্ছে ‘জিরো ডে’ নিরাপত্তা বাগ খোঁজা ও এর সমাধানে কাজ করা। জিরো ডে হচ্ছে এমন এক ধরনের কম্পিউটার সফটওয়্যার বা প্রোগ্রাম, যার সূত্র বা উৎস সাধারণত গোপন থাকে। জিরো টিম উইন্ডোজ ১০-এর এ ধরনের নিরাপত্তা ত্রুটি বা বাগ শনাক্ত করার পর-পরই মাইক্রোসফট কর্তৃপক্ষকে জানায়। এর সমাধানে তারা এক সপ্তাহ সময় বেঁধে দেয়।

মাইক্রোসফটও ব্যাপারটি স্বীকার করেছে। সাইবার হামলাকারী উইন্ডোজ ১০-কে লক্ষ্যবস্তু বানিয়েছে ঠিক, তবে এর মানে এই না যে সাধারণ ব্যবহারকারীরা কম্পিউটার বা সিস্টেম অকেজো হয়ে যাবে।

গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপের পরিচালক শ্যানে হান্টলি জানান, সাইবার হামলাকারীরা এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচন কার্যক্রমের সিস্টেমকে লক্ষবস্তু বানায়নি, এটা অন্তত খুশির খবর। এছাড়া এটি এখনো সীমিত পরিসরে আছে, ব্যাপকভাবে হয়নি।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন