উন্নতি অর্জনে চীনকে বিশ্ব থেকে আলাদা করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, সমৃদ্ধির জন্য উভয়েরই একে অপরের প্রয়োজন পড়বে। গতকাল মঙ্গলবার চীনের নতুন উন্নয়ন মডেল তুলে ধরার সময় এসব কথা বলেন তিনি।
এক ভিডিও সম্মেলনে জিনপিং বলেন, চীন একটি নতুন উন্নয়নের দৃষ্টান্ত গড়ে তোলার প্রচেষ্টা ত্বরান্বিত করছে। এতে স্থানীয় সঞ্চালনকে প্রধান ভিত্তি ধরা হচ্ছে। তবে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচলন একে অপরকে চাঙা করে তুলবে। এ উন্নতি অর্জনে চীনকে বিশ্ব থেকে আলাদা করে ফেলা যাবে না। বিশ্বের উন্নতির জন্যও চীনকে দরকার।
চীনের প্রেসিডেন্ট বলেন, উচ্চতর মানের একটি উন্মুক্ত অর্থনীতি গড়ে তুলতে নতুন পদ্ধতি স্থাপন করা হচ্ছে। উন্মুক্ত অর্থনীতির জন্য উভয় পক্ষের লাভ হয় এমন কৌশলে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে চীন।
তিনি আরও বলেন, সব পক্ষকে চীনের উন্নয়নের সুযোগকে পুঁজি করার জন্য এবং চীনের সঙ্গে সহযোগিতা আরও সক্রিয় প্রচেষ্টায় স্বাগত জানাচ্ছি।
গত ৩১ অক্টোবর চীনের কমিউনিস্ট পার্টির অফিশিয়াল জার্নাল কিউসিসে প্রকাশিত এক নিবন্ধে চীনের প্রেসিডেন্ট লিখেছিলেন, চীন আর আগের অর্থনৈতিক মডেল অনুসরণ করবে না।
আনন্দবাজার/টি এস পি