ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ফুলকপি-বাঁধাকপির বাম্পার ফলন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি বছর ফুলকপি ও বাঁধাকপির বাম্পার ফলন আর বাজারের ভালো মূল্য থাকায় হাসি ফুটেছে কৃষকের  মুখে। গত বছরের তুলনায় চলতি বছর ফুলকপি-বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে এ উপজেলায়। আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপির মূল্য বর্তমানে কেজিপ্রতি ৭০ টাকা।

উপজেলার হোসেনগাঁ ইউনিয়নের পদমপুর (মিলপাড়া) গ্রামের লিটন আলী বলেন, গেলবছর চেয়ে এবার অনেক বেশি ফুলকপি ও বাঁধাকপির আবাদ করা হয়েছে। আর প্রতিমণ ফুলকপি পাইকারি দরে ২২০০-২৫০০ টাকা এবং প্রতিমণ বাঁধাকপি বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২ হাজার টাকা মূল্যে।

জানা গেছে, গতকাল রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার নানা এলাকায় মাঠ থেকেই পাইকাররা কপি সংগ্রহ করছেন। রংপুর, বগুড়া, ঢাকা এবং সিলেটের পাইকাররা এ উপজেলা থেকে আগাম সবজি হিসেবে বাঁধাকপি ও ফুলকপি ভোররাত থেকে প্রতিদিনের ন্যায় ট্রাকযোগে কিনে নিয়ে যাচ্ছেন।

এছাড়া উপজেলার কলিগাঁ, বিরাশী, মহলবাড়ী, উমরাডাঙ্গী, উত্তরগাঁ, ভাণ্ডারাসহ নানা এলাকায় ব্যাপক কপির আবাদ হয়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, ম্যাগনেট-১২, মারবেল, মুক্তি, ভিক্টোরি জাতের ফুলকপি ও কেকে ক্রস, কুইকার, ট্রপিকল্যান্ড, সুপারসেট জাতের বাঁধাকপি এ অঞ্চলে অনেক জনপ্রিয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস বলেন, এই উপজেলার মাটি ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য অনেক উপযোগী। কৃষকদের এখনও পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এলাকার কৃষকরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন