হোয়াইট হাউস ছাড়লেই ট্রাম্পকে ডিভোর্স দেবেন তার স্ত্রী মেলানিয়া। এমন তথ্য দিয়েছে ডেইলি মেইলের এক প্রতিবেদন। ট্রাম্প প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, যে কোনো দিনই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন মেলানিয়া।
খবরে বলা হয়, ওই কর্মকর্তা দীর্ঘদিন মেলানিয়ার সঙ্গে কাজ করেছেন। তিনি দাবি করেন, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে তাদের। মেলানিয়া এই নির্বাচনের ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করছিলেন। এরপরই তিনি তার সিদ্ধান্ত জানাবেন।
মেলানিয়ার সাবেক সহযোগি স্টেফনি ওয়োকঅফ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির উপদেষ্টা ছিলেন। তার দাবি, হোয়াইট হাউসে ট্রাম্প ও মেলানিয়া পৃথক ঘরে থাকতেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল শুধুমাত্রা আর্থিক লেনদেনের।
মেলানিয়ার আরেক সহকর্মী ওমারোসা ম্যানিগল্ট নিউমান জানান, ট্রাম্প ও তার স্ত্রীর সম্পর্ক খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। যা যেকোনো মুহুর্তে ভেঙে যেতে পারে।
তিনি আরও জানান, সময় গুনছেন মেলানিয়া, যাতে ডিভোর্স দিতে পারেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বেরোলেই তাকে ডিভোর্স দিতে চান মেলানিয়া।
আনন্দবাজার/টি এস পি