ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হেরে গেলে আবারও নির্বাচনে দাঁড়াবেন ট্রাম্প

এবারের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে ২০২৪ সালে আবারও নির্বাচন করবেন তিনি। এ কথা জানিয়েছেন, হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মিক মুলভানি ।

মিক মুলভানি বর্তমানে উত্তর আয়ারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে অনলাইনে বক্তব্য দেন তিনি।

মুলভানি বলেন, এই নির্বাচনের পরে ২০২৪ সালে শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী কে? আমার মনে হয়, লোকেরা বুঝতে শুরু করেছে, ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে, দ্বিতীয় ব্যক্তি তিনিই হতে পারেন। আমি আপনাকে বলছি, একেবারে নিখুঁতভাবে, আমি অবশ্যই তাকে রাজনীতিতে জড়িত থাকার প্রত্যাশা করব। আমি তাকে পুরোপুরি ২০২৪ সালে সম্ভাব্য লোকদের শর্টলিস্টে রাখব। তিনি হারতে পছন্দ করেন না।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখনও জয়-পরাজয়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে জয়ের খুব কাছেই পৌঁছে গেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। ফল ঘোষণার বাকি থাকা পাঁচ অঙ্গরাজ্যের চারটিতেই ট্রাম্প এগিয়ে আছে। তবে নেভাদায় এগিয়ে রয়েছেন জো বাইডেন। জর্জিয়ায় ব্যবধান খুবই সামান্য। এখনও বেশকিছু রাজ্যে ভোট গণনা চলছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন