ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের ভাষণের মাঝে লাইভ সম্প্রচার বন্ধ

প্রেসিডেন্ট নির্বাচনে হার প্রায় নিশ্চিত, সেটা বুঝতে পেরেই ভুল বকা শুরু করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার রাতে ১৭ মিনিটের এক বক্তব্যে ট্রাম্প দাবি করেন,  ডেমোক্র্যাটরা ভোট চুরি করে নির্বাচন ছিনিয়ে নিতে চাইছে। বৈধ ভোটে তিনিই জয়ী হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যমের একটা বড় অংশ ট্রাম্পের এমন বক্তব্যকে অন্তঃসারশূন্য বলে মনে করছে।

তারা দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক মিথ্যা বলছেন। যার ফলে ট্রাম্পের বক্তব্যের মাঝপথে লাইভ সম্প্রচার থামিয়ে দিয়েছে বেশ কয়েকটি মার্কিন টিভি। যার মধ্যে ছিল এমএসএনবিসি, এনবিসি ও এবিসি।

এ ব্যপারে এমএসএনবিসি’র উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস জানান, আমরা আবার অস্বাভাবিক অবস্থায় এসে পড়েছি। মার্কিন প্রেসিডেন্টকে বাধা দিচ্ছি না, প্রেসিডেন্টের ভুল সংশোধন করে দিচ্ছি।

সিএনএন’র জেক ট্যাপার জানান, মার্কিন প্রেসিডেন্ট ভুল করে অভিযোগ করছেন, মানুষ নির্বাচনে চুরি করেছে। এটা শোনার থেকে খারাপ রাত যুক্তরাষ্ট্রের জন্য আর কিছু হতে পারে না।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন