ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের নির্বাচন: প্রবাসীদের জন্য ব্যালটে থাকবে বাংলা

যুক্তরাষ্ট্রে অনেক টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। তবে এ নিয়ে দেশটিতে বসবাসরত অভিবাসী বাংলাদেশিদের মধ্যেও উদ্দীপনার নেই কোন কমতি। এবারের মার্কিন নির্বাচনে বাংলাভাষী প্রবাসীদের জন্য থাকছে একটু ভিন্নতা। কারণ এবার নির্বাচনে বাংলাভাষীদের জন্য বাংলায় ব্যালট পেপার সরবরাহ করা হবে।

জানা গেছে, পাঁচ পৃষ্ঠার এই ব্যালট পেপারে সকল ভোটারকে সর্বমোট ২৫টি ভোট দিতে হবে। নির্বাচনের এই ভোটগ্রহণ চলবে রাত ৯টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)।বিনা খরচে ৩১১-এ ফোন করে সহজেই ভোট সম্পর্কিত সকল তথ্য জানা যাবে।

মহামারি করোনা ও ট্রাম্প-বাইডেন লড়াইয়ের কারণে এবার রেকর্ড সংখ্যক প্রার্থীদের অগ্রিম ভোট পড়েছে। তাই আজ ভোটারদের লম্বা সারি নাও দেখা যেতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশন অফিস জানিয়েছে, নির্বাচনে জনগণের ভিড় এড়াতে একই এলাকায় থাকবে একাধিক কেন্দ্র।

সরাসরি জনগণের ভোটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন না। আজ মঙ্গলবার ভোটারদের দেওয়া ভোটে প্রতিটি রাজ্যে নির্দিষ্ট সংখ্যক ইলেকটর নির্বাচিত হবেন। পরে প্রেসিডেন্ট নির্বাচনের যে প্রার্থী অর্ধেকের বেশি ইলেকটরের সমর্থন বা ইলেকটোরাল ভোট পাবেন, তিনিই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিসহ মোট ৫১টি ইলেকটোরাল কলেজ রয়েছে। ভোটাররা এই ৫১টি ইলেকটোরাল কলেজের ৫৩৮ জন ইলেকটর নির্বাচিত করেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে অবশ্যই এই ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন