ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন জনস্বাস্থ্যকে গুরুত্ব দিলেও ট্রাম্প দিচ্ছেন না

সামনের সপ্তাহগুলিতে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। ঝুঁকির কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি জানান, তিনি বিশ্বাস করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জনস্বাস্থ্যকে গুরুত্বের সঙ্গে নিলেও, ট্রাম্প একে অন্য দৃষ্টিকোণ থেকে দেখছেন।

ফাউসি বলেন, শীতের সময় বেশি লোক বাড়ির অভ্যন্তরে জড়ো হওয়ার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে। এতে করে দেশটি আরও দুর্বল অবস্থানে চলে যাবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্যের দিকটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবর্তন করা দরকার।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেন, ট্রাম্প তথ্য-প্রমাণকে অস্বীকার করেছেন, এমনকি কোনও প্রমাণ ছাড়াই- অভিযোগ করেছেন যে অনেক চিকিৎসক লাভের জন্য ভাইরাসজনিত মৃত্যুর পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তিনি আবারও প্রমাণ ছাড়াই পরামর্শ এসব কথা বলেছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন