বাজার নিয়ন্ত্রণ করতে সরকার নির্ধারণ করে দেয় আলুর দাম। কিন্তু সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না আলু। ফলে হিমাগার থেকে আলু না পাওয়া কারণে বিক্রি বন্ধ করে দিয়েছে রাজধানীর পাইকারি ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগ, মূল্য নির্ধারণ করে দেওয়ার কারনে বর্তমানে বাজারে অস্থিরতা আরও বৃদ্ধি পেয়েছে। বাজার স্থিতিশীল বজায় রাখতে পাইকারি বা খুচরা বাজারে অভিযান চালানোর পূর্বে হিমাগারে অভিযান চালানোর দাবিও জানিয়েছেন আলু ব্যবসায়ীরা।
ব্যবসায়িরা ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারের অবিবেচক সিদ্ধান্তের কারনে আলু বিক্রি বন্ধ আছে। ফলে প্রতিদিন প্রায় ৫ হাজার থেকে ১৫ হাজাট টাকা লোকসান গুণতে হচ্ছে তাদেরকে। তাদের অভিযোগ, সব ধরনের আলুর একদর নির্ধারণ করে দেওয়ায় বাজারে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে