ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাগড়াছড়ির পাহাড়ে সুস্বাদু মাল্টা

খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ে সবুজ সুস্বাদু মাল্টায় ছেয়ে গেছে। ন্যাড়া পাহাড়গুলোতে পরিকল্পিতভাবে বাণিজ্যিক বারি মাল্টা-১ চাষ করে লাভবান হচ্ছে চাষিরা। স্থানীয়ভাবে  চাষ হওয়ায় এই ফলের দামও কম। চাষ ভাল হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

খাগড়াছড়ির আম্রপালী আমের পর সবচেয়ে বেশি জনপ্রিয় মাল্টা ফল। অনুকূল আবহাওয়া ও মাটি উর্বর হওয়ার কারণে পাহাড়ে দিন দিন বাড়ছে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ। সঠিক নির্দেশনা মেনে পরিচর্যা করলে ফলনও ভাল হয়। সেপ্টেম্বরের শেষ সময় থেকে মধ্য নভেম্বর পর্যন্ত পাহাড়ে উৎপাদিত এ মাল্টা বাজারে পাওয়া যাবে। বাণিজ্যিকভাবে মাল্টা বাগান করে ভাগ্য পাল্টাতে শুরু করেছে পাহাড়ের অনেক চাষি।

দেখতে সবুজ হলেও বাজারে মিলছে পরিপক্ক মাল্টা। বাইরের মাল্টার চেয়ে দামে কম ও সুমিষ্ট এবং ফরমালিনমুক্ত হওয়ায় ভিটামিন সি সমৃদ্ধ এ ফলের চাহিদাও অনেক রয়েছে।

কৃষি বিভাগ বলছে এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভাল হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. মর্ত্তুজ আলী বলেন, কৃষকরা সঠিক মাত্রায় সার ব্যবহার করছে, এ কারণে ফলনও ভাল হচ্ছে।

জেলায় ৪২৩ হেক্টর জমিতে এবার মাল্টা উৎপাদন হয়েছে ৩ হাজার মেট্রিক টনের বেশি।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন