যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় দফায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান-আর্মেনিয়া। এটি কার্যকর হবে স্থানীয় সময় সোমবার সকাল ৮টা থেকে। তবে এটি শেষ পর্যন্ত কতটা স্থায়ী হয় তা এখন দেখার বিষয়।
আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে প্রায় এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধ পরিস্থিতি চলছে। রাশিয়া প্রথম থেকেই শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে এই দুই দেশকে। এমনকি রাশিয়ার মধ্যস্ততায় দুইবার যুদ্ধবিরতির ঘোষণাও হয়েছিল। তবে প্রতিবারই যুদ্ধবিরতি ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই উভয় পক্ষই তা লঙ্ঘন করেছে।
গত সপ্তাহে আবারও দুই দেশকে আলোচনার টেবিলে বসিয়েছে মস্কো। তবে জট খোলেনি তাতেও।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং দেশটির কূটনীতিকদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন আজারবাইজান-আর্মেনিয়ার প্রতিনিধিরা। ওই বৈঠকে নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র, আজারবাইজান ও আর্মেনিয়ার এক যৌথ বিবৃতি।
বিবৃতিতে বলা হয়, মানবিক কারণে সোমবার সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে।
আনন্দবাজার/টি এস পি