সরকারের ব্যয় সাশ্রয়ে বিভিন্ন কারখানায় যন্ত্রাংশ বারবার মেরামতের পরিবর্তে নতুন মেশিনারি প্রতিস্থাপনের নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন নির্দেশনা দেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর/সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ভৈরবে পাদুকা শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে রাজধানী ঢাকা থেকে পাদুকা শিল্পে জড়িত অনেক কারিগর ও শ্রমিক ভৈরবে স্থানান্তরিত হয়ে জুতা কারখানা স্থাপন করেছেন।
এ সময় তিনি পাদুকার অভ্যন্তরীণ বিপুল চাহিদা মেটাতে ভৈরব শিল্পনগরী প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং এতে পাদুকা শিল্প উদ্যোক্তাদের চাহিদা মাফিক প্লট বরাদ্দ দিতে বিসিককে নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বিদেশ হতে চিনি আমদানি করে সেগুলোকে রিফাইনিংয়ের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চিনিকলগুলোয় সারা বছর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
দেশের সব বিভাগীয় ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোয় বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) আঞ্চলিক কেন্দ্র স্থাপন করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। সভায় জানানো হয়, সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীর অবশিষ্ট সব কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত করতে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সম্মত হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস