ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্মেনিয়া-আজারবাইজান সম্মতি পেলে মধ্যস্থতা করবে তুরস্ক

আর্মেনিয়া ও আজারবাইজানের সম্মতি পেলে বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ নিয়ে আলোচনার টেবিলে মধ্যস্থতা করবে তুরস্ক।

এ ব্যাপারে রাশিয়া বলছে, তুরস্ক মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছে, সে বিষয়ে রাশিয়ার পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। এটি এমন একটি সিদ্ধান্ত যা আসতে হবে আর্মেনিয়া ও আজারবাইজানের পক্ষ থেকে।

গতকাল বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এসব কথা বলেন।

তিনি বলেন, এর আগে দেশ দুটি যুদ্ধবিরতির ব্যাপারে যে সমঝোতায় পৌঁছেছিল তা এখন পর্যন্ত কেউ মেনে চলেনি।
আজারবাইজান আগেই জানিয়ে দিয়েছে যে, তারা তুরস্ককে ছাড়া আলোচনার টেবিলে বসবে না।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন