চট্টগ্রাম নগরের আটটি স্পটে ৩০ টাকায় পেঁয়াজ কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা। চিনি, ডাল, সয়াবিন তেলের সাথে কেজি প্রতি ৩০ টাকা মূল্যে পেঁয়াজও বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব স্থানে অন্যান্য পণ্যের চাইতে পেঁয়াজ কিনতেই বেশি ভিড় করছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিন গিয়ে দেখা গেছে, খুচরা বাজারে ভারতীয় এবং দেশি পেয়াঁজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, চীনা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০ টাকায়। নগরের আটটি স্থানে টিসিবি পেঁয়াজের সাথে চিনি, ডাল, সয়াবিন তেল বিক্রি করলেও ক্রেতাদের মধ্যে পেঁয়াজের চাহিদা বেশি।
গতকাল বুধবার (২১ অক্টোবর) সকালে টাইগার পাস এলাকায় ট্রাকে করে খাদ্যপণ্য বিক্রি করতে দেখা গেছে টিসিবির কর্মীদের। এ সময় নিম্নআয়ের অর্ধশতাধিক মানুষকে কম মূল্যে এসব খাদ্যপণ্য ক্রয়ের জন্য অপেক্ষা করতে দেখা যায়।
জেসমিন আরা নামের এক গৃহকর্মী বলেন, তাদের পক্ষে বাজার থেকে বেশি মূল্যে পেঁয়াজ কিনে খাওয়া সম্ভব নয়, তাই সকাল থেকে লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনেছেন ৩০ টাকায়।
এই ব্যাপারে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম শহরে আটটি ট্রাকে পেঁয়াজসহ টিসিবির পণ্য বিক্রি হচ্ছে। এছাড়া আনোয়ারা, মিরসরাই এবং খাগড়াছড়িতেও তিনটি ট্রাক পাঠানো হয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে