টিকটক অ্যাপের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। গতকাল সোমবার এক বিবৃতিতে দেশটির টেলিযোগাযোগ কর্তৃপক্ষ জানিয়েছে, চীনের মালিকানাধীন টিকটক অ্যাপ স্থানীয় আইন অনুসায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিয়ন্ত্রক সংস্থা জানায়, টিকটক অ্যাপে অশ্লীলতা এবং অনৈতিকতা ছড়ানোর সাথে জড়িত সব অ্যাকাউন্টকে ব্লক করে দেয়া হবে।
এর আগে গত ৯ অক্টোবর পাকিস্তানের টেলিযোগযোগ কর্তৃপক্ষ অনৈতিক ও অশালীন বিষয়বস্তু প্রচার এর অভিযোগের কারণে টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছিল।
পাকিস্তানে টিকটক অ্যাপটি ইনস্টল করা হয়েছে প্রায় ৪৩ মিলিয়ন। গবেষণা সংস্থা সেন্সর টওয়ার জানায়, এটি দেশটিকে একটি বৃহত্তম বাজারে পরিণত করেছে।
আনন্দবাজার/টি এস পি