ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্টিবডি তৈরি করেছে চীনের আরেকটি করোনা ভ্যাকসিন

নভেল করোনাভাইরাসে বিরুদ্ধে মানবদেহে অ্যান্টিবডি তৈরি করেছে চীনের তৈরি আরও একটি ভ্যাকসিন। সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনটি তৈরি করেছে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত এক প্রতিবেদন।

ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, চীনের তৈরি এই ভ্যাকসিনের ট্রায়ালে দারুণ ফল দেখা গেছে।

এই ভ্যাকসিনের ডোজে ১৮ থেকে ৮০ বছরের বেশি বয়সী স্বেচ্ছাসেবকদের শরীরেও অ্যান্টিবডি তৈরি হয়েছে। এই ভ্যাকসিন ক্যানডিডেটের নাম ‘বিবিআইবিপি-করভি’।

বেইজিং ইনস্টিটিউটের ভাইরোলজিস্টরা জানান, গবেষণাগারে সার্স-কভ-২ ভাইরাসকে (নভেল করোনাভাইরাস) একেবারে নিষ্ক্রিয় করে এই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি হয়েছে। নিষ্ক্রিয় ভাইরাল স্ট্রেইন মানুষের শরীরে কোনও ক্ষতিকর প্রভাব ফেলে না। এই ভাইরাল স্ট্রেইন শরীরে ঢুকে বিভাজিত হতেও পারবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিনটি পরীক্ষা করার জন্য স্বেচ্ছাসেবকদের দু’টি দলে ভাগ করা হয়েছিল। প্রথম দলে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের ৮ মাইক্রোগ্রাম ভ্যাকসিনের ডোজ দিয়ে শূন্য থেকে ২৮ দিন পর্যবেক্ষণে রাখা হয়। অন্যদিকে ৬০ বছর থেকে ৮০ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নির্দিষ্ট মাত্রায় ভ্যাকসিনের দুটি শট দিয়ে শূন্য থেকে ৪২ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়।

দেখা গেছে দুই দলের স্বেচ্ছাসেবকদের শরীরেই পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হয়েছে। তবে ৮০ বছরের বেশি বয়সীদের ৪২ দিন পর অ্যান্টিবডি তৈরি হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন