ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিভাবে উঠে গেছে বলে আজ এক বিবৃতি প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, আজ থেকে ইরান কোনো রকম আইনগত বাধা ছাড়াই বিশ্বের যেকোন দেশের কাছে নিজেদের ইচ্ছেমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে ও যেকোন দেশের কাছে বিক্রি করতে পারবে। বিশ্ব দরবারে আজকের দিনটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সারা বিশ্বে ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২২৩১ নম্বর প্রস্তাবে স্পষ্ট বলা হয়েছে, ২০২০ সালের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে স্বয়ংক্রিয় ও নিশ্চিতভাবে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এ বিষয়ে ঘটা করে কোনো ঘোষণা দেওয়ারও দরকার নেই।
তাছাড়াও বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের প্রতিবাদ উপেক্ষা করে ইরান-বিরোধী পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।
আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সাথে ২০১৫ সালে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব অনুসারে আজ তেহরান সময় ভোররাত সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৬টায়) ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেছে।
আনন্দবাজার/এফআইবি