করোনাভাইরাসের সংকট কাটিয়ে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি। এরইমধ্যে ইউরোপ গাড়ি বিক্রিতে প্রবৃদ্ধি দেখেছে। সরকারি অর্থের ওপর ভিত্তি করে আবার বাজারে ফিরে আসার লড়াই করছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।
গতকাল শুক্রবার ইউরোপীয় অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেপ্টেম্বরে ইউরোপে নতুন গাড়ির নিবন্ধন ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।
ইউরোপের প্রধান দুটি দেশ ইতালি ও জার্মানিতে বৈদ্যুতিক গাড়ি কিনতে সহায়তা প্যাকেজ দেয়ায় গাড়ি বিক্রি বেড়েছে। মার্সিডিজ-বেঞ্জ গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলার বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আয় বিবরণী প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কোম্পানিটি আবার আয়ের ধারায় ফিরেছে। বছরের বাকি সময় নিয়েও তারা আশাবাদ ব্যক্ত করেছে।
ট্রাক নির্মাতা ভলভো গ্রুপও ব্যয়সংকোচন ও লকডাউন-পরবর্তী পুনরুদ্ধারের পর বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি মুনাফার কথা জানিয়েছে।
ব্লুমবার্গে ইন্টেলিজেন্স বিশ্লেষক মাইকেল ডিনের আশঙ্কা করেছেন, চলতি বছর বার্ষিক গাড়ি বিক্রি কমপক্ষে ২০ শতাংশ কমবে। নতুন সংক্রমণ প্রতিরোধে ফের কঠোর লকডাউন দেয়া হলে বিক্রয় পরিস্থিতি আরো খারাপ হওয়ার ঝুঁকি দেখছেন তিনি।
ইউরোপ ও বিশ্বজুড়ে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করে ভক্সওয়াগন। গত আগস্টে পশ্চিম ইউরোপে তাদের গাড়ি বিক্রি কমেছে।
আনন্দবাজার/ইউএসএস