ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চালের পাশাপাশি বেড়েছে বস্তার দামও

মূল্য বৃদ্ধি কমাতে বস্তা প্রতি চালের দাম বেঁধে দিয়েছে সরকার, কিন্তু সেই দামে বাজারে চাল পাওয়া যাচ্ছে না। এতদিন বিনামূল্যে দেওয়া চালের বস্তারও এখন দাম ধরছেন মিল মালিকরা। এই সুযোগে আরও কিছুটা বাড়িয়ে বাড়তি দামে চাল বিক্রি করছেন ব্যবসায়ীরা।

মিল গেইটে ভালো মানের এক বস্তা (৫০ কেজি) মিনিকেট চালের দাম ২৫৭৫ টাকা। আর মাঝারি মানের চালের দাম ২১৫০-২২৫০ টাকা। এর আগে বিপণনের পরবর্তী স্তরগুলোতে যৌক্তিক মুনাফা করেই চাল বিক্রি হবে বলে বৈঠকে মন্ত্রীকে কথা দিয়েছিলেন মিল মালিক ও ব্যবসায়ীরা।

তবে বৃহস্পতিবার রাজধানীর বেশ কয়েকটি খুচরা দোকান ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৭ টাকা থেকে ৫৮ টাকায়, প্রতি বস্তায় যার দাম ২৯০০ টাকা। মোটা চাল বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, প্রতি বস্তায় যার দাম ২৭০০ টাকা।

বেশি দাম কেন জানতে চাইলে কয়েকজন মুদি দোকানি বললেন, সরকার দাম ঠিক করে দিলেও বাস্তবে তা সেই দামে চাল আসছে না। বেশি দামে ক্রয় করায় বাড়তি দামেই বিক্রি করছেন তারা।

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি হওয়ার কারণ জানতে চাইলে রাইস এজেন্সির একজন বিক্রয়কর্মী বলেন, সরকার যেই দাম নির্ধারণ করেছে আসলে সেই দামে চাল কেনা যাচ্ছে না। মিল মালিকরা চালানপত্রে প্রতি বস্তা মিনিকেট ২৫৭৫ টাকা লিখলেও বাস্তবে রাখা হচ্ছে ২৬৫০ টাকা থেকে ২৬৮০ টাকা। এর সঙ্গে পরিবহন খরচ বাবদ আরও ৬০ টাকা যোগ হচ্ছে। এ কারণেই দাম কিছুটা বেড়ে গেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন