ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে সুখী দেশ চীন

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় এ বছর শীর্ষে রয়েছে চীন। এবং তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরব। এ তথ্য উঠে এসেছে বৈশ্বিক সুখ জরিপে। এ জরিপটি পরিচালিত হয়েছে ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস দ্বারা। এ জরিপে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়েছে।

জরিপটিতে দেখা গেছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে নয় জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন।

শীর্ষ দশে সৌদি আরবের পরের অবস্থানগুলো হচ্ছে, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। জরিপে যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে।

চলমান করোনভাইরাস মহামারীর মধ্যে ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত জরিপটি চালিয়েছিল ইপসোস। করোনা মহামারী সত্ত্বেও বিশ্বব্যাপী সুখের প্রসার প্রায় অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন