ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রচারে ফিরে সমর্থকদের চুমু দিতে চাইলেন ট্রাম্প

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রচারে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল সোমবার ফ্লোরিডা রাজ্যের সানফোর্ডে উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত এক সমাবেশে মাস্ক ছাড়াই উপস্থিত হয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে কথিত ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে ছয়টি সমাবেশ করার পরিকল্পনা করেছেন তিনি। যার মধ্যে গতকাল প্রথমটি অনুষ্ঠিত হয়েছিল।

ফ্লোরিডার ওই সমাবেশে কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। তাদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক ছিল না। তারা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়ে ছিলেন। উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে মাস্ক ছুড়ে দেন ট্রাম্প এবং বারবার করোনা থেকে নিজের সেরে ওঠা নিয়ে কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমি এই পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। তারা বলেছে আমি মুক্ত। আমি খুব শক্তিশালী বোধ করছি।
তিনি আরও বলেন, এখানে উপস্থিত প্রত্যেককে আমি চুমু দেব, আমি পুরুষদের এবং সুন্দরী নারীদের চুমু দেব, আমি আপনাদের বিশাল একটি চুমু দেব।

ট্রাম্পের ফ্লোরিডায় সমাবেশের কয়েক ঘণ্টা আগে হোয়াইট হাউস জানিয়েছ, পরপর কয়েকদিনের পরীক্ষায় ট্রাম্পের করোনাভাইরাস নেগেটিভ এসেছে। এবং তার মাধ্যমে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর কোনো ঝুঁকি নেই।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন