ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতিতে সম্মত হলো আজারবাইজান-আর্মেনিয়া

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। টানা ১৩ দিনের যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো দেশ দুটি। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুর থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসে আজারবাইজান ও আর্মেনিয়া। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীও ওই বৈঠকে অংশ নেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এই সংঘাতের জন্য দুদেশ পরস্পরকে দায়ী করে আসছিল। আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত হলেও ১৯৯০’র দশক থেকে নৃতাত্ত্বিক আর্মেনীয়রা অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে।

হঠাৎ জড়িয়ে পড়া এই সংঘর্ষে দুই প্রতিবেশী দেশের এ পর্যন্ত সেনা সদস্যসহ তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটির প্রতিবেশী ইরানও। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে উদ্বুদ্ধ করেছে দেশটি।

শুক্রবার বিকাল ৩টা থেকে টানা ১০ ঘণ্টা মস্কোতে ওই শান্তি আলোচনা চলে। বৈঠকে সময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। বন্দিবিনিময় ও লাশ হস্তান্তরসহ এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য শনিবার আবারও আলোচনায় বসার কথা রয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন